সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

মীনা কুমারী চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

অনেক দিন ধরেই বলিউড পাড়ায় আলোচনা চলছে মীনা কুমারীর বায়োপিক নির্মাণ নিয়ে। কে হবেন বড়পর্দার এ ট্র্যাজেডি কুইন? যদিও এর মধ্যেই কয়েকজন অভিনেত্রীর নাম শোনা  গেছে। কখনো অভিনেত্রী কৃতি শ্যানন, কখনো কিয়ারা আদভানি, আবার কখনো তৃপ্তি দিমরির নাম।

অবশেষে চূড়ান্ত হলো কে হবেন মীনা কুমারী। সম্প্রতি সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘কামাল অউর মীনা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা কিয়ারা আদভানি।

এর মধ্যেই মীনা কুমারীর বায়োপিক তৈরির অনুমতি মিলেছে তার পরিবারের পক্ষ থেকে। ‘পাকিজা’খ্যাত পরিচালক কামাল আমরোহিকে বিয়ে করেছিলেন মীনা। সিনেমায় কাজ করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন তারা। একসময় গোপনে বিয়ে করেন এ তারকা দম্পতি।

তবে সম্পর্কটি শেষ পর্যন্ত সুখের হয়নি। কামাল আমরোহি ও মীনা কুমারীর এই বেদনাবিধুর সম্পর্ক বায়োপিকটির মূল বিষয়। জানা গেছে, আমরোহি পরিবারই উদ্যোগ নিয়ে সিনেমাটি তৈরি করছে।

বিশাল বাজেট ও জাঁকজমকপূর্ণ পরিকল্পনায় তৈরি হচ্ছে ‘কামাল অউর মীনা’ সিনেমাটি। নির্মাতাদের দাবি, বলিউডের ইতিহাসে অন্যতম বড় আয়োজনের বায়োপিক হতে চলেছে এটি। নির্মাতারা মনে করছেন, মীনা কুমারীর চরিত্রটির জন্য যে আবেগ, গভীরতা আর আভিজাত্যপূর্ণ রূপ দরকার, তা রয়েছে অভিনেত্রী কিয়ারা আদভানির মধ্যে।

তাদের বিশ্বাস, মীনার চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন একমাত্র কিয়ারাই। ‘কামাল অউর মীনা’ হতে চলেছে কিয়ারা অভিনীত প্রথম বায়োপিক সিনেমা। অভিনেত্রী মা হওয়ার পর এ প্রজেক্ট দিয়েই ক্যামেরার সামনে আবার ফিরবেন। এতে অভিনয়ের জন্য উর্দু শিখবেন কিয়ারা আদভানি।

‘কামাল অউর মীনা’ সিনেমার মীনা কুমারীর চরিত্রটি কিয়ারা আদভানির ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন হিসেবে ধরা হচ্ছে। কারণ এ চরিত্রে কিয়ারাকে এমন এক নারীকে ফুটিয়ে তুলতে হবে, যার জীবনভর দুঃখ, প্রেম, অপমান, যন্ত্রণা আর নিঃসঙ্গতায় মোড়া ছিল। এ চরিত্রে নির্মল বিষণ্নতা তুলে ধরতে পারলেই কিয়ারা হয়ে উঠবেন ‘নতুন ট্র্যাজেডি কুইন’।

ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম মীনা কুমারী। দর্শকদের কাছে তিনি এখনো পরিচিত ‘ট্র্যাজেডি কুইন’ হিসেবে। কারণ দুঃখের দৃশ্যে তার অভিনয় ছিল মনে দাগ কাটার মতো। ‘বৈজু বাওয়া’, ‘পরিণীতা’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘কাজল’, ‘পাকিজা’সহ ৯০টির বেশি সিনেমায় নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন মীনা কুমারী। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হয় এ কিংবদন্তির।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছরের প্রথমার্ধে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২৬ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। মীনা কুমারী আর কামাল আমরোহির সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা আর বিভেদই এ সিনেমার মূল ভিত্তি। তাই পর্দায় কে হবেন কিয়ারার নায়ক, সেটাই এখন সবচেয়ে আগ্রহের বিষয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ