সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনালে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারতের মুম্বাইয়ে ডিওআই পাতিল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে স্বাগতিক ভারত।

ইনিংস ওপেন করতে নেমে শেফালি ভার্মার সাথে ১০৪ রানের জুটি গড়েন স্মৃতি মান্ধানা। এই জুটি গড়ার পথেই ৫৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রানের ঝলমলে ইনিংস খেলেন স্মৃতি।

দলের হয়ে ৭৮ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৭ রান করেন শেফালি ভার্মা। ৫৮ বলে তিন চার আর এক ছক্কায় ৫৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন দিপ্তি শর্মা।

ইনিংসের একিবারে শেষ দিকে ২৪ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৪ রান করেন রিচি ঘোষ।

এদিনের ৪৫ রান সংগ্রহ করার মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে স্মৃতি মান্ধানার রান হলো ৪১০। এই রান সংগ্রহ করে সাবেক তারকা ক্রিকেটার মিথালি রাজের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে এক বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন স্মৃতি।

২০১৭ সালের বিশ্বকাপে মিতালি রাজ ৪০৯ রান করেছিলেন।

আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জিততে হলে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেটারদের ৩০০ বলে ২৯৯ রান করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ