ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তারা রেলপথ আটকে দিয়ে ট্রেনের সামনে শুয়ে অবরোধ করেন।
গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, সকাল ৯টা ৩৫মিনিট থেকে রেলপথে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা অবরোধ সৃষ্টি করে। রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ট্রেনটি স্টেশনে ৩৭ মিনিট আটকে ছিল।
মনোনয়ন ঘোষণার পরই সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা।
মঙ্গলবার সকাল ১১টায় আবারও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার বলেন, আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেওয়া না হলে আমরা হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
পরে এক প্রতিবাদ সমাবেশে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সহধর্মিণী সাইদা মাসরুর বলেন, ১৭টি বছর আমি স্বামীর সঙ্গে একটি রাতও শান্তিতে ঘুমাতে পারি নাই। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিল জেলে আর আমি মেয়েকে নিয়ে ছিলাম আন্দোলনে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ।
উল্লেখ্য, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।