বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এমনকি ‘সর্বকালের সেরা’ বিতর্কটাও যেন থামিয়েই দিয়েছেন। তবে এবার সেই বিতর্ককে ফের সামনে এনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো নিজেকে মেসির চেয়েও সেরা বলে দাবি করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ইংরেজ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে নিজেকেই সেরা দাবি করেন রোনালদো। যখন মরগান প্রশ্ন করেন, ‘অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী ভাবো?’, তখন রোনালদো বলেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এই মতের সঙ্গে একমত নই। এখন আমি বিনয়ী হতে চাই না।’

সাক্ষাৎকারের টিজারে দেখা যায়, রোনালদো সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্য নিয়েও খোঁটা দিয়ে মতামত দিয়েছেন। রুনি একসময় বলেছিলেন, মেসি-ই ফুটবলের শ্রেষ্ঠ। তবে রোনালদো বিষয়টিকে পাত্তা না দিয়ে বলেন, ‘এ ধরনের মতামত আমাকে বিরক্ত করে না। আমি আমার পারফরম্যান্সেই মন দিই।’

রোনালদো মজার ছলে আরও বলেন, ‘অনেকে বলে আমি সম্প্রতি বিলিয়নিয়ার হয়েছি, তবে সত্যি কথা হলো, আমি বহু বছর আগেই বিলিয়নিয়ার হয়েছিলাম।’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলের দুই মহাতারকা মেসি ও রোনালদো নিজেদের ভক্ত এবং বিশ্লেষকদের মধ্যে বিতর্ক-বিভাজন তৈরি করে রেখেছেন। তবে ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জেতার পর নিজেকে সেরাদেরও সেরার তালিকায় নিয়ে গিয়েছেন মেসি, এমনটাই মত অনেকের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ