শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

উখিয়ার বালুখালী অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে ভাড়া বাসা থেকে ৫ পরিবারের নারী পুরুষ সহ মোট ১৮ জন রোহিঙ্গাকে আটক করছে র‍্যাব ১৫।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালি ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প হইতে অবৈধভাবে ক্যাম্পের বাহিরে বসবাস কারায় ০৫ টি পরিবারের মোট ১৮ জন (১২ জন পুরুষ ও ০৬ জন মহিলা ) অবৈধ বসবাসকারীকে আটক করেছে র‌্যাব-১৫।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, রোহিঙ্গা শরণার্থীরা অবৈধভাবে শরণার্থী ক্যাম্পের বাহিরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। তারা ক্যাম্পের বাহিরে এসে খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার, অপহরণসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। ফলে কক্সবাজারসহ আশপাশের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ইতপূর্বে র‌্যাব-১৫ ক্যাম্পের বাহিরে অবস্থানকারী রোহিঙ্গাদের আটকে কয়েকটি সফল অভিযান পরিচালনা করে। রোহিঙ্গাদের অবৈধভাবে বাহিরে বসবাস প্রতিরোধে ও আইন-শৃঙ্খলার উন্নয়নে র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ০৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কিছু সংখ্যক রোহিঙ্গা শরণার্থী অবৈধভাবে শরণার্থী ক্যাম্পের বাহিরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প হইতে অবৈধ ভাবে ক্যাম্পের বাহিরে বসবাস কারী নারী-পুরুষসহ মোট ১৮ জন (১২ জন পুরুষ ও ০৬ জন মহিলা) রোহিঙ্গা শরণার্থীকে আটক করে।

উল্লেখ্য যে, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাহিরে অবস্থান রোধে র‌্যাব-১৫ ও অন্যান্য আইন-শৃঙ্খালা বাহিনীর সম্মনিত ও সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত ১৮ জন রোহিঙ্গাদেরকে পরবর্তী কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ