বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন বাজারঘাট সংলগ্ন বরফকল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে মাছ সংরক্ষণের ককশিটের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ৪৯ লক্ষ টাকা মূল্যের ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সদর ইউনিয়নের আরাফ আহমদের পুত্র সাইফুর রহমান নামে ১ মাদক পাচারকারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।