শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

বিপিএলে আসছেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

ঢাকা ক্যাপিটালস বিপিএলের নতুন আসরের জন্য বড় ঘোষণা দিয়েছে। দলের নতুন মেন্টর হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। ফেসবুকে একটি পোস্ট দিয়েই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি।

গত আসরেই বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকার। প্রথম মৌসুমে দলে মেন্টর ছিলেন সাবেক পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল। এবার তারা বেছে নিলো আরেক বড় তারকাকে।

শোয়েব আখতার বিশ্বজুড়ে আলোচিত তার দারুণ গতির জন্য। তিনি অনেকবার বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তার ইচ্ছে কোচিংয়ে যাওয়ার। পাকিস্তানের ঘরোয়া লিগে স্টেট ব্যাংক দলের কোচ হওয়ার কথাও একসময় শোনা গিয়েছিল। তিনি পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। এমনকি বলেছেন, সুযোগ পেলে ভারত জাতীয় দলের সঙ্গে কাজ করতে চান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবেও কাজ করার আগ্রহের কথা বলেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর শোয়েব আখতার জনপ্রিয় হয়েছেন মিডিয়ায়। তিনি নিয়মিত ক্রিকেট টক শোতে দেখা যান। সেখানে তিনি বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলেন। তার ইউটিউব চ্যানেলও খুব জনপ্রিয়। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট ও বিশ্বের নানা দেশের ক্রিকেট নিয়ে মত দেন। তিনি একবার বলেছিলেন, ‘আমি ক্রিকেটে থাকতে চাই। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই। নতুনদের সাহায্য করতে চাই।’

আগামী মৌসুমের জন্য ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই শক্ত দল গড়েছে। দলে আছেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খান। নতুন মেন্টর শোয়েব আখতারের অভিজ্ঞতা এই দলে বাড়তি শক্তি যোগ করবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ