শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

মরিচ্যা বিজিবি’র যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে প্রাইভেট কার ও ৬০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী আটক।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

 

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। মাদকসহ আটক করা হয়েছে এক ব্যক্তিকে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহলদল একটি সন্দেহজনক প্রাইভেট কার থামায়।

গাড়ির চালক হেলাল উদ্দিন (৫৩) প্রথমে যেকোনো ধরনের অবৈধ পণ্য বহনের কথা অস্বীকার করেন। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে বডি পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।

আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি সবসময় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ