রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

বিজ্ঞাপনের শুটিংয়ে মেজাজ হারান অমিতাভ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নানা ধরনের বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন । তবে সেই দীর্ঘ অভিজ্ঞতার মাঝেও এমন একটি মুহূর্ত রয়েছে, যা আজও ভুলতে পারেন না পরিচালক আর বাল্কি। সম্প্রতি সাইরাস সেসের পডকাস্টে সে ঘটনাই তুলে ধরলেন নির্মাতা, যেখানে বিজ্ঞাপনের শুটিংয়ে নিজের রাগ সামলাতে পারেননি বিগ বি।

পরিচালক বলেন, বিজ্ঞাপনের ধরন ছিল খুবই সহজ। লনে বসে সংবাদপত্র পড়বেন অমিতাভ বচ্চন। ঠিক তখনই গাড়ি চালিয়ে হাজির হবেন অভিনেতা অভিষেক বচ্চন। এবং বলবেন— ‘বাবা, আমার নতুন গাড়িটা দেখ।’

এ নির্মাতা বলেন, এ রকম পরিকল্পনা অনুযায়ী রিহার্সেলও চলছিল। কিন্তু হঠাৎ শুটিং সেটে এসে দাঁড়াল এক ছোট সাইজের গাড়ি, যা বিজ্ঞাপনের ব্রিফের সঙ্গে বেমানান। তিনি বলেন, অমিতাভ বচ্চন গাড়িটিকে দেখেই নিজের সংলাপ ভুলে যান। শুরু করেন গাড়ি নিয়ে বিরক্তি প্রকাশ। আর বাল্কি বলেন, অভিষেক বচ্চন কিছু বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পারি—এভাবে শুটিং চললে ব্র্যান্ডেরই ক্ষতি হবে।

পরিচালক বলেন, এরপরই আসে আরও বিব্রতকর পরিস্থিতি। অভিষেক এসে স্বভাবিকভাবেই বলেন, ‘বাবা, আমার নতুন গাড়িটা দেখ।’ সঙ্গে সঙ্গে ঘুরে অমিতাভ বলে উঠেন— ‘এটা কী বাজে কথা?’ সবকিছুই ক্যামেরায় ধরা পড়ে। আমার মনে হয়েছিল— এ বিজ্ঞাপন এখানেই বন্ধ করে দেওয়া উচিত।

যদিও পরিচালক কোম্পানিকে জানিয়ে সতর্ক করেছিলেন, তারপরও পরের দিন বিজ্ঞাপনটি লঞ্চ করা হয়। মানুষ অমিতাভ-অভিষেককে একসঙ্গে বিজ্ঞাপনে দেখে দারুণ উচ্ছ্বসিত হলেও গাড়ির প্রতি আগ্রহ তৈরি হয়নি। বুকিংও আসেনি প্রত্যাশামতো। সেদিনই বাল্কি বুঝেছিলেন— বিজ্ঞাপনটি বাতিলই করা উচিত ছিল।

উল্লেখ্য, পরিচালক আর বাল্কি অমিতাভ ও অভিষেককে নিয়ে ‘চিনি’, ‘পা’, ‘শমিতাভ’ ও ‘ঘুমার’ মতো উল্লেখযোগ্য সিনেমা নির্মাণ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ