মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনো ‘ফ্যাসিস্ট’ মনে করেন দেশটির নিউইয়র্ক শহরের নবনির্বাচিত বামপন্থি মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হওয়া সত্ত্বেও তিনি এখনো মনে করেন মার্কিন প্রেসিডেন্ট একজন ‘ফ্যাসিস্ট’।
রোববার (২৩ নভেম্বর) এনবিসি নিউজকে তিনি বলেন, ‘আগে যেমন বলেছি, আজও একই কথা বলছি।’
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ কয়েকমাসের পারস্পারিক সমালোচনাকে এড়িয়ে তারা নিউইয়র্কের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মামদানিকে নিয়ে সব সময় বিরুপ মন্তব্য করে আসা মার্কিন প্রেসিডেন্টও সেদিন বৈঠকে সাংবাদিকদের সামনে তার পক্ষ নিয়ে কথা বলেন। মামদানি এখনও কি ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন কি না— এ প্রশ্ন করলে ট্রাম্পই হস্তক্ষেপ করে বলেন, ‘ঠিক আছে, আপনি বলতে পারেন—এটা বলা সহজ। ব্যাখ্যা করার চেয়ে বলা সহজ। আমার আপত্তি নেই।’
তিনি আরও বলেন, ‘এই বৈঠকটিকে আমি ফলপ্রসূ বলে মনে করেছি। আমাদের আলোচনায় বারবার ফিরে এসেছে সেই সব ইস্যু, যেগুলো আমাদের নির্বাচনী প্রচারের মূল কথা ছিল—বাসাভাড়া, শিশু যত্নের খরচ, বাজারের দাম, ইউটিলিটির খরচ।’
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের জন্য ফেডারেল সহায়তা বন্ধ করা এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দেওয়ার পরও ট্রাম্প হোয়াইট হাউসে মামদানির ঐতিহাসিক বিজয়কে প্রশংসা করে বলেন, তিনি ‘দারুণ কাজ’ করতে পারবেন।
ট্রাম্প বলেন, ‘আমরা তাকে সাহায্য করব যাতে সবার স্বপ্ন পূর্ণ হয়—একটি শক্তিশালী ও নিরাপদ নিউইয়র্ক গড়ে তোলার স্বপ্ন।’
তথ্যসূত্র: জিও নিউজ