সেনাবাহিনীকে বার্তা দেওয়া ছয় ডেমোক্র্যাটের ‘জেলে যাওয়া উচিত’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২২ নভেম্বর) রাতে বলেছেন, সেনাবাহিনীর সদস্যদের অবৈধ নির্দেশ মানতে নিষেধ করার আহ্বান জানানো একটি ভিডিওতে অংশ নেওয়া ছয় ডেমোক্র্যাটের জেলে যাওয়া উচিত।

এর আগে শুক্রবার তিনি ওই ছয় ডেমোক্র্যাট আইনপ্রণেতার আচরণকে রাষ্ট্রদ্রোহমূলক, যার শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য বলে মন্তব্য করেন। ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন ডেমোক্র্যাটরা। তাদের ভাষায়, এটি ছয় সিনেটর ও কংগ্রেস সদস্যের বিরুদ্ধে অত্যন্ত ঘৃণ্য হুমকি—যারা সবাইই সামরিক বা গোয়েন্দা বাহিনীতে কর্মরত ছিলেন অথবা দায়িত্ব পালন করেছেন।

শনিবার (২২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, যেসব বিশ্বাসঘাতক সেনাবাহিনীকে আমার আদেশ অমান্য করতে বলেছে, তাদের এখনই জেলে থাকা উচিত। তারা বরং ভুয়া সংবাদমাধ্যমে ঘুরে বেড়িয়ে নিজেদের বক্তব্যকে জায়েজ দেখানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ডেমোক্র্যাটদের সেই বার্তা ছিল উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহ এবং তাদের কথার অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না।

শুক্রবার ছড়িয়ে পড়া ভিডিওতে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলা হয়, অবৈধ নির্দেশ মানবেন না। এতে অংশ নেন অ্যারিজোনার মার্ক কেলি, মিশিগানের এলিসা স্লটকিন, কলোরাডোর জেসন ক্রো, পেনসিলভেনিয়ার ক্রিস ডেলুজিও ও ক্রিসি হুলাহান, এবং নিউ হ্যাম্পশায়ারের ম্যাগি গুডল্যান্ডার।

তারা কোন ‘অবৈধ নির্দেশ’-এর কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন—যা অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের আপত্তির মুখে পড়েছে—অভিযোগিত ‘অশান্তি নিয়ন্ত্রণে’ আনার নামে।

এ ছাড়া আন্তর্জাতিক জলসীমায় ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানের ওপর ট্রাম্প অনুমোদিত হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা এসব অভিযানকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছেন।

ট্রাম্প অতীতেও মৃত্যুদণ্ড প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। ২০২৩ সালে সাবেক মার্কিন জেনারেল মার্ক মিলি এক সাক্ষাৎকারে জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার পর তিনি গোপনে চীনের সামরিক প্রধানকে ফোন করে আশ্বস্ত করেছিলেন যে যুক্তরাষ্ট্র স্থিতিশীল রয়েছে এবং চীনের ওপর হামলার কোনো পরিকল্পনা নেই।

পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আগের দিনে এর শাস্তি হতো মৃত্যু!

সূত্র: জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *