দীপিকাকে হটিয়ে প্রভাসের সঙ্গী তৃপ্তি দিমরি

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে সরিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এ ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাসের বিপরীতে চূড়ান্ত করেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। প্রথম দিকে দীপিকার নাম জোরেশোরে শোনা গেলেও শেষ মুহূর্তে বাজিমাত করলেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী।

প্রভাসের নায়িকা হিসেবে সেই সুযোগেই এন্ট্রি নিলেন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমার ব্লকবাস্টার সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এটি অভিনেত্রীর দ্বিতীয় কাজ। মহরত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে তৃপ্তিকে।

হায়দরাবাদে অনুষ্ঠিত ‘স্পিরিট’ সিনেমার মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী। তিনি ক্ল্যাপস্টিক দিয়ে শুটিংয়ের শুভসূচনা করেন এবং পুরো টিমকে আশীর্বাদ জানান।

বলিউড ও দক্ষিণী সিনেমার প্রখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে মহরতের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।

‘স্পিরিট’ সিনেমায় একজন রাগী ও আপসহীন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিগনেচার স্টাইল অর্থাৎ ‘ডার্ক’ ও ‘ইনটেন্স’ ঘরানার আবহে তৈরি হচ্ছে এ সিনেমাটি। প্রভাস ও তৃপ্তি দিমরি ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়, প্রকাশ রাজ, বর্ষীয়ান অভিনেত্রী কাঞ্চনা প্রমুখ। টি-সিরিজের ব্যানারে ভূষণ কুমার প্রযোজিত এ সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগে ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন। বিশেষ করে দিনে আট ঘণ্টা কাজ করার দাবি ছিল তার। তবে সিনেমার বিশাল ক্যানভাস ও পরিচালকের চাহিদার সঙ্গে সেই শর্ত না মেলায় প্রযোজনা সংস্থা দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *