শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ প্রতিনিধি:
২৪ নভেম্বর সন্ধ্যা ৭ দিকে কক্সবাজার টেকনাফ মডেল থানাধীন টেকনাফ সদর ইউপি ০৮নং ওয়ার্ড মৌলভী পাড়া গ্রামস্থ পলাতক আসামী ছফুরা খাতুন (৪৪) এর উত্তর ভিটির দক্ষিণ দূয়ারী ০২ (দুই) কক্ষ বিশিষ্ট বসতঘরের দক্ষিণ পার্শ্বের কক্ষ।
নাম-ছফুরা খাতুন (৪৪) (পলাতক), স্বামী- মৃত নুর হোসেন, পিতা- সোলতান আহমদ, মাতা নুর নাহার বেগম সাং- মৌলভী পাড়া, ০৮ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
অভিযানে উদ্ধারকৃত আলামত ৮,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
গৃহীত আইনগত ব্যবস্থা উপ-পরিদর্শক জনাব মোঃ কামরুজ্জামান বাদী হয়ে, আইনের সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।