কলকাতার শহরজুড়ে পাত্র চেয়ে রুক্মিণীর পোস্টার!

এ মুহূর্তে টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবিসহ ‘পাত্র চাই’ লেখা একাধিক পোস্টার কলকাতা শহরের বিভিন্ন অলিগলিতে ঝুলছে। হঠাৎ এমন বিজ্ঞপ্তি দেখে পথচারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সেই সাদাকালো পোস্টারে বড় করে লেখা— ‘পাত্র চাই’, সঙ্গে পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে। প্রথমে অনেকেই ভেবেছিলেন, রুক্মিণীর ব্যক্তিগত জীবনের বিষয়ে এটি কোনো ঘোষণা। কিন্তু পোস্টারের মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে দীপক চক্রবর্তীর নাম!

এখন প্রশ্ন— কে এই দীপক চক্রবর্তী?

শেষে জানা গেল, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর চরিত্রের নাম এটি। এতে খানিকটা ধোঁয়াশা কাটে। এটি রুক্মিণী অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’র প্রচারের একটি অংশ। বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। এটি পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা। আর এতে মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জনা বসু।

সম্প্রতি একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমায় অভিনেত্রী রুক্মিণীর বাবার চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। পর্দার সেই চরিত্রটিই তার মেয়ের জন্য ‘পাত্র খুঁজছেন’, এ ধারণা থেকেই এই ব্যতিক্রমী প্রচারণা।

‘হাঁটি হাঁটি পা পা’র টিম জানিয়েছে, প্রচারের ধরন বদলে যাওয়ায় এখন দর্শকদের দৃষ্টি আকর্ষণে নতুন পদ্ধতির আশ্রয় নিতে হয়। সে কারণে শহরজুড়ে লাগানো হয়েছে এমন পোস্টার, যা দেখে অনেকে থমকে দাঁড়াচ্ছেন। কেউ কেউ আবার মোবাইলে খুঁজে দেখছেন— ‘রুক্মিণীর বিয়ে কবে?’, এমনকি কেউ কেউ বিভ্রান্তও হচ্ছেন। দর্শক প্রতিক্রিয়া থেকেই টিম ধারণা করছে, প্রচারে সফল হয়েছে। শিগগিরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement (Demo – Google AdSense will appear here after approval)