সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মামুন আহমেদ রাশেদ

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ০৩ (সোনারগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ সোমবার (২২ জানুয়ারি, ২০২৪) সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এবং অত্র ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এ গনসংবর্ধনা দেওয়া হয়।

গনসংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে ছিলেন সোনারগাঁও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ – ৩ (সোনারগাঁও) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ।

শুভেচ্ছা বিনিময় কালে মামুন আহমেদ রাশেদ বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে জঙ্গীবাদ ও মৌলবাদের রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র করেছিলো তা মুক্তিযুদ্ধের পক্ষের জনগন ও দেশপ্রেমিক মানুষ প্রতিহত করেছে। জাতীর পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেছে। এই ঐতিহাসিক নির্বাচনে সোনারগাঁও উপজেলার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাতকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার বীর মু্ক্তিযোদ্ধাগন, উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ, পিরোজপুর ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক ফিরোজ জামান মোল্লা, সহ
পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ, সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ